- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-৩-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৩
গোবিন্দগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। দিনটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এবং আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অংঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বেলা সাড়ে ১১দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৭মার্চ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমরান হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু প্রমুখ।
এদিকে গত সোমবার রাত ১২টা ১মিনিটে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করেন।