- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:২৭
গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আতœহত্যা
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে কাব্য সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। সে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং পৌর এলাকার গোবিন্দগঞ্জ পুরাতন বন্দরের লিটন সরকারের পুত্র। আজ রবিবার থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তার অংশ নেয়ার কথা ছিল।
কিন্তু শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সকলের অজান্তে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। কাব্য’র তীর্থ সরকার নামের এক জমজ ভাই রয়েছে সেও এবার এসএসসি পরীক্ষা দেবে। শান্ত স্বভাবের কাব্য’র মৃত্যৃতে শোকে মূহ্যমান তার পরিবার ও এলাকাবাসী এবং সহপাঠিরা।
গোবিন্দগঞ্জ থানার এসআই শঞ্জয় সাহা জানান, পারিবারের দাবী কাব্য’র পরীক্ষার প্রস্তুতি ভাল ছিল না। সেই হতাশা থেকেই আত্বহত্যা করেছে। যেহেতু পরিবারের কোন অভিযোগ ছিলনা। তাই উদ্ধোর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে।