- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-৬-২০২৩, সময়ঃ রাত ০৭:০২
গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষা দিয়ে ১৫ দিনেও বাড়ি ফেরেনি দুই বান্ধব
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষা দিয়ে ১৫ দিনেও বাড়ি ফেরেনি দুই বান্ধবী। তারা কি অপহরণের শিকার হয়েছে নাকি নিজেরাই কোথাও চলে গেছে, এ নিয়ে চরম উদ্বিগ্ন তার স্বজনরা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
নিখোঁজ দুই তরুণী উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ ছয়ঘড়িয়া (পাছপাড়া) গ্রামের বাবু মিয়ার মেয়ে লিয়া খাতুন (১৮) ও একই ইউনিয়নের সিংগা গ্রামের আব্দুল হামিদ মিয়ার মেয়ে হিমা খাতুন (১৭)। তারা স্থানীয় ছয়ঘড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বাসিন্দা ওই দুই বান্ধবী গত ৩১ মে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে কয়েকজন বান্ধবীসহ একটি অটোভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
এরপর তারা বাড়িতে না পৌঁছায় অভিভাবক ও সহপাঠীরা তাদের খোঁজ নিতে শুরু করে। পরবর্তীতে আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তাদের সন্ধান না পেয়ে ওই দুই তরুণীর পরিবারের পক্ষ থকে গত ২ জুন থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়রি করেছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়ে দুইটি জিডি হয়েছে। তাদের উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে। ইদানীং প্রেমঘটিত সহ নানা কারণে মেয়েদের নিরেুদ্দেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।