• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৮

গোবিন্দগঞ্জে এপেক্স ক্লাবঅব-এর ডিনার মিটিং ও জুয়েল কলার হস্তান্তর অনুষ্ঠিত  



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের জেলা ৭ এর অধীন এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন, আলোচনা সভা, ২৪১তম ডিনার মিটিং ও জুয়েল কলার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। 
 ২০২২ সালের প্রেসিডেন্ট এপে. কাজী আসাদুজ্জামান উল্লাস ২০২৩ সালের নব নির্বাচিত  প্রেসিডেন্ট এপে. জিল্লুর রহমান সরকারের গলায় জুয়েল কলার পরিয়ে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন।

বুধবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর সভার টিএন্ডটি মোড়স্থ ফিউচার উন্নয়ন সংস্থার কার্য্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর গর্ভনর এপে. শাহারুল ইসলাম টিটু, ডিজিইলেক্ট এপে.  এ.এইচ.এম মনোয়ার হোসেন লাবলু,  অতীত গভর্নও এপে. খন্দকার জাহাঙ্গীর আলম, এপেক্স ক্লাবঅব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপে. কাজী আসাদুজ্জামান উল্লাস, প্রেসিডেন্ট ইলেক্ট ২০২৩ এপে. জিল্লুর রহমান সরকার,  পিপিএপে. মনোয়ার হোসেন রাজু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আরিফুর রহমান বাবলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এটিএম আল আমিন তুহিন, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. মোঃ বদিউজ্জামাল বিদ্যুৎ, সার্ভিস ডিরেক্টও এপে. রফিকুল ইসলাম অপু, মেম্বার শীপ এন্ড এটেনডেন্ট ডিরেক্টও এপে. মনমোহন সরকার,  ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টও এপে. ফারুক হোসেন ছন্দ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টও এপে. প্রভাষক নুরুন্নবী আকন্দ লাজু, সার্জেন্ট এন্ড আর্মস এপে. খায়রুল ইসলাম, এপে. নাজিম উদ্দীন, এপে. মোস্তাফিজুর রহমান মুকু, এপে. মোকছেদুর রহমান,  এপে. রুবেল, এপে. শামাীম, এপে. মোহন, এপে. শাহ আলমসহ নেতৃবৃন্দ।

নবনির্বাচিত প্রেসিডেন্ট এপে. জিল্লুর রহমান সরকার এ সময় এপেক্স ক্লাবঅব গোবিন্দগঞ্জকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।