- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৬
গোবিন্দগঞ্জে আসামীর বাড়ী পুড়িয়ে দিলেন মামলার বাদি
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পলাতক আসামির বসতবাড়ী পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মামলার বাদি ও তার লোকজনের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার হরিরামপুর মধ্যপাড়ায় এ ঘটনায় গৃহবধূ ফাইমিনা আক্তার বাদি হয়ে স্থানীয় থানায় মামলা দেন।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল জলিল ও জাহেদুল দুই ভাইয়ের মধ্যে বড় ভাই জলিলকে ১৩ শতাংশ জমি দান করেন তাদের মা জমিলা বেওয়া।এ নিয়ে জাহেদুলের সাথে জলিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৪ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে জলিলের ছেলে শাহাদত (২৩) মারা যান।
ফাইমিনা আক্তার বলেন, এ ঘটনার তার স্বামী পলাশ ও শ্বশুড় জাহেদুল ইসলামসহ ৯ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দেন আব্দুল জলিল। এ ঘটনার পর থেকে তার শ্বশুড় ও স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক থাকায় বসতবাড়ী পুরুষ মানুষ শুন্য হয়ে পড়ে। এই সুযোগে আব্দুল জলিল ও তার স্ত্রী নুরজাহানসহ ২১ জুলাই শুক্রবার রাত ৮টার দিকে তাদের বসতবাড়ীতে অগ্নিসংযোগ করে। এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের তিনটি বসতবাড়ী পুড়িয়ে ছাই হয়ে যায়।
এ অগ্নিকান্ডে তিনটি বসতবাড়ীর বিভিন্ন আসবাবপত্র, নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল ভস্মিভূত হয় বলে জানান ক্ষতিগ্রস্তরা। তারা জানান, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস এ অগ্নিকান্ডের পৌনে একঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে। এতে বসতবাড়ীর বেশির ভাগ সম্পদ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে আব্দুল জলিল তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে দাবি করে জানান, তাকে ফাঁসাতেই নিজ ঘরে আগুন দেন তারা। গোবিন্দগঞ্জ থানার ওসি মোঃ শামসুল আলম শাহ্ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।