- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৫১
গোবিন্দগঞ্জে আনন্দ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চ্যানেলটির সপ্তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। শেষে সবার অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ টিভির সফলতা কামনা করে কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও সমজ কল্যাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মিয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সিনিয়ার সহ- সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স ও গেবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক দীপক কর।
গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবিরের সঞ্চালনায় ও আনন্দ টিভির গোবিন্দগঞ্জ প্রতিনিধি উজ্জল হক প্রধানের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন রিপোর্টার্স ফোরামের সভাপতি শাহ আলম সাজু, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহামুদ খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।