- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৫-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫৯
গোবিন্দগঞ্জে আগুনে ১৭টি ঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশার টাকা না পেয়ে পরিবারের ওপর অভিমান করে মাদকাসক্ত এক যুবক নিজের ঘরে আগুন দিলে মূহর্তে তার বাড়িসহ প্রতিবেশী ১০ পরিবারের ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা।
উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বিলভর্তি গ্রামে বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেছেন, একই গ্রামের বাসিন্দা এক মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে মানুষজনসহ একটি খামারের গবাদীপশু বেঁচে গেলেও বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বিলভর্তি গ্রামের ঘনবসতিপূর্ণ একটি পাড়ায় আগুন লাগে। ওই গ্রামের ধলু আকন্দের ছেলে মাদকাসক্ত শিবলু আকন্দ নেশার টাকা না পেয়ে তাদের বাড়ির জ্বালানী কাঠ রাখার একটি ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। সে আগুন দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই গ্রামের জাফরুল ইসলাম, জায়দুল ইসলাম, ফরিদুল ইসলাম, খিজির আলী ও নয়জুল ইসলামসহ ১০ পরিবারের একটি খামারঘরসহ ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা। তারা অভিযুক্ত শিবলু আকন্দের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানাতে না পারলেও অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন জানান, এ ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।