- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-১২-২০২২, সময়ঃ সকাল ০৯:০২
গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
সারাদেশে বিএনপির নাশকতা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর অফিস চত্বরে সমাবেত নেতা-কর্মীদের প্রতি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান তার বক্তব্যে বলেন বিএনপি'র যেকোন নৈরাজ্য ও সন্ত্রাস ঠেকাতে আগামীকাল থেকে মাঠে থাকার জন্য সকল দলীয় নেতা- কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বিরু, প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক আবু রুশদ মো শরিফুল ইসলাম জর্জ, সাংগঠানিক সম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, সাবেক প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু সহ দলীয় নেতা-কর্মী।