• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৩

গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  প্রধান অতিথি  ছিলেন আইন শৃংখলা কমিটির  প্রধান উপদেষ্ঠা গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোকাদ্দেস আলী প্রধান বাদু ।

সোমবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও আইন- শৃংঙ্খলা কমিটির সভাপতি আরিফ হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, থানার অফিসার ইনচার্জ তদন্ত বুলবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এমরান হোসেন চৌধূরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও কামদয়িা ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভাপরপ্রাপ্ত) বশির আহমেদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত প্রমুখ।

সভায় গোবিন্দগঞ্জে যানজট নিরসনে নানা ধরণের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত। রমজানের পবিত্রতা রক্ষায় এবং যে কোন ধরণের ভেজাল খাদ্য প্রতিরোধে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি ও অবৈধ ভাবে বালু উত্তলোনকারীদের বিরুদ্ধে চলমান  তৎপরতা অব্যহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।