• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩০

গোবিন্দগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সমাজে পিছিয়ে পরা মানুষ যেখানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা থাকবে সেখানে। এই প্রতিপাদ্য সামনে রেখে  শীত নিবরণের লক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোকাদ্দেস আলী বাদু'র ব্যক্তি উদ্যোগে এই কম্বল বিতরণ  করা হয়।

আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডে মহিলা ডিগ্রী কলেজে মাঠে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া আসাদ্দুজ্জামান হিরু, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু, সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন, পৌর আওয়ামী লীগের মানব ও শিক্ষা বিষয়ক সম্পাদক জাকারিয়া ইসলাম ফুলমিয়া, অধ্যাপক আবু তাহের, আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম প্রধান সোহেল, মতিয়ার রহমান  সরদার মতি, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ আলী চৌধুরী রকি ।