- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-২-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৪
গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি ও পাটগুদাম পরিদর্শন
মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান ও তার স্বজনদের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি এবং পাশর্^বর্তী আজাহার আলীর পাটের গুদাম পরিদর্শন করেছেন সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। আজ বুধবার সন্ধ্যায় তিনি মহিমাগঞ্জ বাজার এলাকায় সম্প্রতি রহস্যজনক অগ্নিকান্ডে পুড়ে যাওয়া একটি পাটের গুদাম ও তার পাশের্^ অবস্থিত চেয়ারম্যান এর বাড়ি পরিদর্শনে আসেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং প্রয়োনীয় সহায়তার আশ^াস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিমাগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জিয়াউল হক, গাইবান্ধা জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি প্রধান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ নাজির হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মমতাজ আলী, আব্দুর রউফ বাবলু, আমিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।