• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৮-২০২৩, সময়ঃ দুপুর ০২:৪২

গোবিন্দগঞ্জ শিল্পকলা একাডেমির বিশেষ নাটক মাকড়সাঁর মঞ্চায়ন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি►

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায়  মঞ্চস্থ হয়েছে বিশেষ নাটক 'মাকড়সাঁ'। মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হলরুমে নাটকটি প্রথম মঞ্চায়ন হয়।

উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকর্তায় নির্দেশনা দিয়েছেন তাহমীদ চৌধুরী। বিশিষ্ট নাট্যকার শাহীন রহমানের রচনায় মাকড়সাঁ নাটকে অভিনয় করেন গোপাল মোহন্ত, ফিরোজ খাঁ নুন, আবুল কালাম আজাদ, মিলন, শাকিল, শ্রাবণ, রকসি, রিমন, সাঈদ, খালেক, তামিম, মুনান, মানিক, বিজয়, হোসেন, সাগর, কাজী মাহমুদ।

নাটক শেষে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এম আব্দুল্যা বিন শফিক, থানার অফিসার ইনচার্জ শামছুল আলম শাহ বঙ্গবন্ধুর নানামুখী কর্ম নিয়ে আলোচনা করেন।

উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মৃধার প্রযোজনা তত্তাবাবধানে নাটকের আবহ সঙ্গীত পরিচালনা করেন তনুরায়। অন্যান্যদের মধ্যে তালযন্ত্রে রনাথা দাস, কারিগরি সহযোগিতায় সুমন কুমার দাস সোনাত, কোরিওগ্রাফার রাশিদ তাকী রাশু

এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।