- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১০-২০২২, সময়ঃ বিকাল ০৫:১৯
গোবিন্দগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। আজ সেমাবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি।
গোবিন্দঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠাানে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ১৩৫ জন মুক্তিযোদ্ধার হাতে ডিজিটাল সাটিফিকেট ও স্মাট আইডি কার্ড বিতরণ করেন।
এ ছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিেিরাধ কমিটি, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি, উপজেলা চোরাচালন প্রতিরোধ কমিটি, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, উপজেলা নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।