• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৩-২০২৩, সময়ঃ সকাল ১০:৪১

গোবিন্দগঞ্জ তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক র্কতন ও আন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।

গোবিন্দগঞ্জ উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক অনোয়ার হোসেন আতিকের সভাপতিত্বে ও পৌর তাঁতীলীগ সভাপতি রবিউল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখনে রুপম চাকী, মোস্তাকিন আহমেদ, ফরহাদ প্রমূখ সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সভা শেষে এক বিশাল আনন্দ র‌্যালী শহর প্রদক্ষিন করে।