• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৭

গোবিন্দগঞ্জ জাতীয় আইনগত সহায়তা দিবস পালন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

’বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই পতিপাদ্যে গাইবান্ধার গোাবিন্দগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। গোবিন্দগঞ্জের চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ শুক্রবার সকালে  উপজেলা পরিষদের হল রুমে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং এপিপি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত  আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  নাজমুল হাসান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, গোবিন্দগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র সরকার, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল কবির প্রমুখ।  

সভায় বক্তারা বলেন বিনামুল্যে সরকার যে আইনী সেবা দিচ্ছে তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।