• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২৪

গোবিন্দগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস পালন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতিয় শিশু দিবস  পালন করা হয়। শিশু কিশোর সমাবেশে শেষে ১৭ মার্চ শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অংগসহযোগি সংগঠনসহ গোবিন্দগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। 

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে  কেক কর্তন  করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য  প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু। 

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সহযোগি অধ্যাপক ফিরোজ খান নুন, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট প্রমুখ।

শেষে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে  চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।