• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-১১-২০২২, সময়ঃ দুপুর ০২:৫৭

গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালিত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথির ভাচ্যুয়াল বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আব্দুল লতিফ প্রধান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কৃমার দে, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, আওয়ামীলীগ নেতা নুল আলম সিদ্দিকী প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালী বের করা হয়।