• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৩-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩৭

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের হল রুমের  হয়। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে এবং প্রচার ও  প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপের সঞ্চালনায়  বর্ধিত সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, সহ সভাপতি  আনোয়ারুল ইসলাম বিরু, সহ সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম প্রধান জুয়েল, সহ সভাপতি আলতা মাসুল শিল্পী, যুগ্ম সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, সাংগঠানিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রধান আতাউর রহমান বাবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল রকেট।

এছাড়াও সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম সিদ্দীকি, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক ফিরোজ খানুন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার , হিরু সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই  সকল শহীদ ও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দর স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।