- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৩-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৪
গো-খাদ্যের সংকট
নিজস্ব প্রতিবেদক ►
গো-খাদ্যের সংকট দেখা দেয়ায় গাইবান্ধার চরাঞ্চলের মানুষরা বিপাকে পড়েছে। প্রতিবছরের মত এবার চরাঞ্চলে আমনের ফসল না হওয়ার কারণে এই গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। আগামী ইরি ধান না আসা পর্যন্ত এই সংকট চলবে বলে চরাঞ্চলের কৃষকরা জানান। ফলে চরাচলের মানুষদের জেলা শহরের হাট-বাজারগুলো থেকে পল (খড়) ক্রয় করে নিয়ে গেয়ে গো-খাদ্যের যোগান দিতে হচ্ছে। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাট থেকে তোলা।