• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১৩

গানাসাসের উদ্যোগে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা



মাধুকর ডেস্ক►

গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) উদ্যোগে সংগঠনটির সভাপতি ও জেলা প্রশাসক মো. অলিউর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৩ জুলাই) রাতে গানাসাস মিলনায়তনে এ আয়োজন করা হয়।

সংবর্ধণা অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী জেলা প্রশাসক মো. অলিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গানাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল। প্রীতি উপহার হাতে তুলে দেন গানাসাসের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু।

পরে শাহজাহান খান আবুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গানাসাসের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম খোকন, অধ্যাপক জহুরুল কাইয়ুম, পিয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কবির ফারুক প্রমুখ।