- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৯-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩৫
গাছের সঙ্গে ধাক্কা লেগে বাইকারের মৃত্যু
লালমনিরহাট সংবাদদাতা ►
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাব্বি হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার মেছিপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন উপজেলার রাজারহাট মেছিরপাড় এলাকার আলী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে করে রাব্বি বাজারে যাচ্ছিল। এ সময় মেছিরপাড় পৌঁছলে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে সে লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।