- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-৮-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫৩
গাছ কাটাকে কেন্দ্র করে ধাপেরহাটে দুই পক্ষের উত্তেজনা
ধাপেরহাট প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পশ্চিম ভবানীপুরে জমির আইলে লাগানো ইউক্লিপ্টাস গাছের গোড়ায় খনন ও গাছের গোড়ার দিকে আংশিক কর্তনের কারণে,ছাইগাড়ী গোবিন্দপুর গ্রামের নবাব আলী গং ও আলীনগরে গ্রামের আমিরুল ইসলাম গং এই দুই পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে নবাব আলী বাদী হয়ে কিয়ামত আলী ও আমিরুল ইসলাম সহ ৭ জনের নামে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়,ছাইগাড়ী গ্রামের নবাব আলী গংরা, ধাপেরহাট ইউনিয়নের পশ্চিম ভবানীপুর মৌজায় তাদের ৫ শতাংশ জমির আইলে প্রায় ১৩/১৪ বছর ২০ টি ইউক্লিপ্টাস গাছ রোপন করেন। বর্তমানে যার আনুমানিক মুল্য তিন লক্ষ টাকা।
ইউক্লিপ্টাস গাছ গুলির মধ্যে ৪/৫ টি গাছের গোড়ার দিকে আমিরুল গংরা আংশিক কর্তন করেছেন এবং গাছের গোড়া ঘেষে গভীর করে ৮/১০ হাত জায়গায় লম্বা করে নালা খনন করেছেন। নবাব আলী গংদের দাবী তারা শত্রুতা বসত কয়েকটি গাছের গোড়া আংশিক কর্তন ও খনন করেছে।যার কারনে অল্প বাতাশেই যে কোন সময় গাছগুলি উপড়ে পড়ে যাবে।
এনিয়ে গত ৩০ জুলাই দুই পক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটে। এতে নবাব আলী গংদের একজন আহত হয়ে পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়।
এ বিষয়ে আমিরুল গংদের কাছে জানতে চাইলে,তারা বলেন, নবাব আলী গংরা ১৫ বছর আগে এই ইউক্লিপ্টাস গাছ গুলো রোপন করেছন।গাছের ডালপালার কারনে ৮/১০ বছর হয় আমাদের জমিতে ভালো ভাবে ফসল ফলাতে পারিনা।বহুদিন আনরা তাদের গাছের ডালপালা ছাটাই করার জন্য অনুরোধ করেছি,কিন্তু তারা শোনেন না।এমনকি তাদের আত্মীয় স্বজনদের নিকটেও গাছের ডালপালা ছাটাই করার জন্য অনুরোধ করেছি,কিছুতেই তারা ডালপালা ছাটাই করেনা।এ কারনে আমরা আমাদের সিমানা দিয়ে নালা খনন করতেছি।আমরা তাদের গাছের গোড়া কর্তন করিনাই।তারা অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থ তদন্ত করেছে।বর্তমানে আমরা খনন করা বন্ধ রেখেছি।
ঐ এলাকার অবসর প্রাপ্ত শিক্ষক আবুল হোসেন বলেন, গাছের ডালপালা ছাটাই না করার কারনে পাশের জমিতে ফসল ঠিকমত ফলাতে পারছেনা,জমি চাষতেও সমস্যা হচ্ছে। ঝগরাঝাটি না করে, দন্দ ফাসাদ এড়াতে এর একটা শান্তিপুর্ন সমাধান করা দরকার। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক জিয়াউল মামুন বলেন,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং দুই পক্ষের সাথে কথা বলেছি।তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।