• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৩

গাইবান্ধায় হয়ে গেল দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ



নিজস্ব প্রতিবেদক►

‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ’ এই স্লোগানে পাটচাষীদের নিয়ে গাইবান্ধায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান।

সদর উপজেলা কৃষি অফিসার মো. সাহাদৎ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর পাট অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোলায়মান আলী, গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম প্রমুখ। 

এই প্রশিক্ষণে সদর উপজেলার ১৫০ জন কৃষক অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের উন্নত মানসম্মত সোনালী আঁশ পাটের খ্যাতি বিশ্বব্যাপী, পাটের সাথে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য বিজড়িত, পাট পরিবেশবান্ধব ফসল, পাট ও পাট পণ্য ব্যবহারে পরিবেশের কোন ক্ষতি হয় না, পাট চাষে জমির উর্বরতা শক্তি বাড়ে, পাট চাষের পর ঐ জমিতে যে কোন ফসল চাষে অধিক ফলন হয়, শ্রমঘন পাট খাতের সাথে বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষের জীবন-জীবিকা নিবিড়ভাবে সম্পর্কিত। 

বক্তারা আরও বলেন, বেশি বেশি পাট চাষ করে উন্নত মানসম্পন্ন পাটের উৎপাদন বৃদ্ধি এবং পাটবীজ স্বয়সম্পুর্ণতা অর্জন করি, পাটপণ্যের ব্যবহার ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করি, পাট ও পাটপণ্য ব্যবসা-বাণিজ্যে পাট অধিদপ্তর থেকে লাইসেন্স গ্রহণ  নিয়মিত নবায়ন করি।