- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-৪-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১৭
গাইবান্ধায় হয়ে গেল ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ পুনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরাম এর উদ্যোগে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলামের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক জানে আলম সোহেল, বিল্লুর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বিল্লুর রহমান ও রুহুল হাউজিং প্ল্যানের ব্যবস্থাপনা পরিচালক আল-আমীন রুহুল
এছাড়াও বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সাদিকুল ইসলাম, প্রকৌশলী সাজ্জাদুর রহমান, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম ও প্রচার সম্পাদক অভি প্রমুখ।