• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৫

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমেবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং বিশেষ বক্তার বক্তৃতা দেন কেন্দ্রিয় কমিটির সহ-ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহ্ জালাল সরকার খোকন।

সমাবেশে বক্তারা বলেন, এ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন আরও বেগবান হবে। বেগম খালেদা জিয়াসহ কারাবরণকারী নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নেতাকর্মীরা মাঠে থাকবে। আন্দোলনের ডাক আসলে স্বেচ্ছাসেবক দল রাজপথে থেকে আন্দোলন করবে।