• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১২-২০২৩, সময়ঃ রাত ০৭:১৫

গাইবান্ধায় সুশীল প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তাবায়নাধীন ‘সুশীল’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে অ্যাকশন এইড বাংলাদেশের সহাযোগিতায় শহরের চেম্বার অব কমার্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, সুশাসন ও উন্নয়নের আত্মনির্ভরশীল ও স্বাধীন রূপকার হিসেবে নাগরিক সমাজ সংস্থাগুলোকে শক্তিশালী করাই ‘সুশীল’ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এতে জেলার ১৭টি সিভিল সোসাইটি অর্গানাইজেশন অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক (উন্নয়ন কর্মসূচি) খন্দকার জাহিদ সরওয়ার। পরে প্রকল্পের বিস্তারিত বিষয় তুলে ধরে অংশগ্রহণকারীদের অবহিত করেন প্রকল্পটির সমন্বয়কারী ও ফোকাল পারসন (বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প)। এরপর মুক্ত আলোচনায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমান, সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি মো. মুর্শিদুর রহমান খান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ফরিদ আহমেদ, মো. দেলোয়ার হোসেন, মো. আশরাফুল ইসলাম প্রমুখ। 

শেষে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক তাঁর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে প্রকল্প অবহিতকরণ সভার সমাপনী ঘোষণা করেন।