- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩-৪-২০২৫, সময়ঃ বিকাল ০৩:২৫
গাইবান্ধায় সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় সাড়ম্বরে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইবান্ধার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে আজ (৩ এপ্রিল) বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে আমিনুল ইসলাম গোলাপ, অধ্যাপক জহুরুল কাইয়ুম, ওয়াজিউর রহমান রাফেল, ময়নুল ইসলাম রাজা, দেবাশীষ দাশ দেবু, চুনি ইসলাম, জিয়াউল হক জনি, আলমগীর কবির বাদল, গোলাম রব্বানী মুসা, শাহ আলম বাবলু, আলাল আহমেদ, মানিক বাহার, গোলাম রব্বানী, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, শিরিন আকতার, রিকতু প্রসাদ, ইসরাত জাহান, সাধন সরকার প্রমুখ।
সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহাকে আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট নববর্ষ উদযাপন পরিষদ ১৪৩২ গঠন করা হয়। নববর্ষের প্রথমদিন পয়লা বৈশাখ সকালে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়।