- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৫-২০২৪, সময়ঃ রাত ০৮:০৬
গাইবান্ধায় সাহিত্যিক-সাংবাদিক-ছড়াকার মুকতিহরণ সরকারকে স্মরণ
নিজস্ব প্রতিবেদক►
প্রয়াত ক্ষণজন্মা সাহিত্যিক-সাংবাদিক-ছড়াকার মুকতিহরণ সরকারকে শ্রদ্ধায়, ভালোবাসায় স্মরণ করল বাংলাদেশ প্রগতি লেখক সংঘ।
আজ রবিবার (২৬ মে) বিকেলে গাইবান্ধা শহরের ১নং রেলগেট এলাকায় সিপিবি কার্যালয় চত্বরে ‘সীমানা ছাড়ায়ে রয়েছ দাঁড়ায়ে’ শীর্ষক এই ক্ষণজন্মা সাহিত্যিকের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার সভাপতি কবি ও আবৃত্তিশিল্পী দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মুকতিহরণ সরকারকে শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন শিপ্রা প্রামাণিক। এরপর আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, রাজনীতিক ও সমাজসেবক ওয়াজিউর রহমান রাফেল, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজার রহমান খন্দকার, জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, বাচিকশিল্পী গৌতামাষিস গুহ সরকার, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মুকুল, গণসংগীত শিল্পী ও শিক্ষক রণজিৎ সরকার প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই মঞ্চের পাশে স্থাপিত মুকতিহরণ সরকারের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে মুকতিহরণ সরকারকে নিবেদিত কবিতা পাঠ করেন সোহেল রানা, পিটু রশিদ, মেঘলীনা দ্যুতি। এছাড়া মুকতিহরণ সরকারের লেখা সংগীত পরিবেশন করেন নবনী রায়, পূণ্যা প্রামানিক ও সামস।
উল্লেখ্য, গত ২২ মে ছিল মুকতিহরণ সরকারের ২৭তম প্রয়াণ দিবস। তিনি ১৯৯৭ সালে মরণব্যাধি ক্যান্সারে মৃত্যুবরণ করেন।