- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-১২-২০২২, সময়ঃ সকাল ১০:২৯
গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আজগর আলী (৫২) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আড়াই বছরের সাজাপ্রাপ্ত এই আসামি।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মজুমদার হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (১৮ ডিসেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক। গ্রেফতার আজগর আলী খামারধুবনী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক জানান, একটি মামলায় আসামি আজগর আলীকে আড়াই বছরের সাজা দেন বিজ্ঞ আদালত। এতে আতœসমর্পণ না করে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। একর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওইস্থান থেকে আজ রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।