• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:০৩

গাইবান্ধায় সপ্তাহে ৩ দিন ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা পৌরসভার সপ্তাহে ৩ দিন ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। 

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) দুপুরে জেলা শহরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ও ইজিবাইক চালকেরা অংশ নেন।

বেলা ১২টার দিকে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে ৫ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী বলেন, যেখানে সপ্তাহের সাতদিন ইজিবাইক চালিয়েও চালকগণ সংসার চালাতে পারেন না; সেখানে সপ্তাহে তিনদিন গাড়ি চালালে তারা কীভাবে সংসার চালাবে? তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে পৌর কর্তৃপক্ষের নির্ধারিত ৪ হাজার ১০০ টাকা এবং ৩ হাজার ৫০০ টাকা দিয়ে টোকেন নবায়ন করেছে তাদেরকেও ৬৫০ টাকা দিয়ে হলুদ এবং সবুজ প্লেট নিতে বাধ্য করছে পৌর কর্তৃপক্ষ। চালকদের স্বার্থে অবিলম্বে বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদানের ব্যবস্থা করতে হবে।

এসময় অন্যান্য বক্তারা শহরের যানযট নিরসনের জন্য বাইপাস সড়ক নির্মাণ, পৌর সড়ক প্রশস্তকরণ ইজিবাইক স্ট্যান্ড এবং সড়ক-মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য একটি আলাদা লেন নির্মাণের দাবি জানান। 

সংগঠনটির জেলার প্রধান সমন্বয়ক লাভলু মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপদেষ্টা আফরোজা আব্বাস, সুকুমার মোদক, জেলা নেতা রাজা মিয়া, শামীম আহমেদ প্রমুখ।