- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:২২
গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
আবু সায়েম►
গাছে গাছে ঝুলছে কমলা, মাল্টা, আম, লেবুসহ নানা প্রজাতির ফল। শুধু তাইই নয় টক-মিষ্টি এসব ফলের পাশে শোভা পাচ্ছে পাতাবাহার, রঙ্গন, বাগান বিলাশসহ হরেক রঙের ফুল। চোখ আটকে যাচ্ছে ঘর সাজানোর অর্কিড, বনসাই আর বাহারি ক্যাকটাসে।
গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে শুরু হওয়া বৃক্ষ মেলায় দেখা মিলছে এমন চিত্র। বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ নিয়ে মেলায় অংশ নিয়েছে ৩৫টি স্টল। যা চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। শুরুর দিনে ক্রেতা কম থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভালো বেচা-কেনার আশা ক্রেতা-বিক্রেতাদের।
‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন বিভাগ গাইবান্ধার আয়োজনে আজ বুধবার (২৩ আগস্ট) সকালে শুরু হয় সাতদিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহীম হোসেন, সামাজিক বন বিভাগের রংপুর বিভাগীয় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আক্তার।
বক্তারা বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য রাখতে বৃক্ষরোপন অতি প্রয়োজনীয়। দেশকে সবুজায়নের মাধ্যমে গড়ে তুলতে বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মানুষের বৃক্ষরোপনের প্রতি আগ্রহী করতে এই বৃক্ষমেলা ব্যাপক ভ‚মিকা রাখবে।
আলোচনা অনুষ্ঠান শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।