• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৫

গাইবান্ধায় শ্রেষ্ঠ জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়



সাঘাটা প্রতিনিধি

প্রাথমিকে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেয়।

গত ২৭ সেপ্টেম্বর গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মচারী বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ ও সদস্যগণের স্বাক্ষরিত তালিকার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গাইবান্ধা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, একটি আদর্শ ও শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষ সাজানো, বিদ্যালয় ভবনের চারপাশে সামনে ছায়াযুক্ত গাছের বাগান সৃজন, পরিচ্ছন্নতা, শিক্ষকদের উন্নত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতির হার, নিয়মিত খেলাধুলা, শিক্ষকদের নৈমিত্তিক ছুটি, ও সমাপনী পরিক্ষায় ভালো ফলাফল বিবেচনায় নেওয়া হয়।

বিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ড বিবেচনায় এবার-২০২৩ সালে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। শরিফুল ইসলাম সোহাগ প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, সামগ্রীকভাবে বিদ্যালয়টি বরাবরই ভালো। সেই ধারাবাহিকতায় এবার জেলার শ্রেষ্ঠ হয়েছে। এই অর্জন শুধু আমার একার নয় কমিটির সকল সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীর আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।