- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩৮
গাইবান্ধায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে র্যালি
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৫ তম জন্ম মহোৎসব ও ধর্মসভা উদযাপনে র্যালি, আলোচনা সভা ও ভক্তিমুলক গান অনুষ্ঠিত হয়েছে।
"সৎসঙ্গ বিহার" গাইবান্ধার আয়োজনে ২০ জানুয়ারি শুক্রবার উত্তর ফলিয়া ( পুলবন্দি)স্থ উৎসব স্থানে মহোৎসব ও ধর্মসভায় প্রথমে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উৎসব স্থানে গিয়ে শেষ হয়। পরে " শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় পরিবার ও সমাজ গঠনে মায়েদের ভূমিকা" শীর্ষক মাতৃসম্মেলনের সভানেত্রী ছিলেন গীতা চক্রবর্তী। উদ্বোধনী আলোচনা করেন শর্মিলা রানী সরকার। আরো বক্তব্য রাখেন - শিপ্রা রানী দাস, তৃপ্তি রানী দাস, তপতি রানী বর্মন, শেফালী রানী বর্মন, আকাশী রানী, মাতৃ সম্মেলন পরিচালনা করেন সুপ্রিয় সরকার মৈত্রী। ভক্তিমুলক গান পরিবেশন করেন-প্রজ্ঞা রানী মোদক,পলাশ চন্দ্র মোদক, অহনা রানী দাশ,রাজশ্রী বর্মন, অরুনিমা সাহা, ভক্তি সরকার। দুপুরে প্রসাদ বিতরণ শেষে বিকেলে " যুব সমস্যা সমাধানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও বাণী " শীর্ষক সাধারণ ধর্ম সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন-সৎসঙ্গ বিহার গাইবান্ধার সভাপতি গুণেন্দ্র কিসের ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ভূপতি ভূষণ দাস ধীমান, এসপি আর নিতাই চন্দ্র বর্মন, নিমাই চন্দ্র বর্মন, কান্তি ভূষণ সরকার, তিতাস কুমার সাহা, অধ্বর্য্যু দীগেন্দ্র নাথ সরকার,সজিত কুমার সাহা সহ অনেকে। বিকেলে সমবেত বিনতী প্রার্থনা শেষে ভক্তিমূলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।