- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-১১-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:২৩
গাইবান্ধায় শ্রমিক নেতাদের নামে মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা বাস, মিনিবাস,কোচ, মাইক্রোবাস, ইউনিয়ন (রেজি নং রাজ-১০৭) এর সিনিয়র সহ-সম্পাদক মো.হাসাবুল হাসান দিনার ও সিনিয়র সড়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম রফিক সহ শ্রমিকদের নামে পুলিশ কর্তৃক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে শুক্রবার বাস টার্মিনাল ডিবি রোডে এক বিশাল মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জামিরুল রহমান জামিল, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম সরকার, শ্রমিক নেতা মাহমুদুজ্জামান প্রান্ত, আবু হোসেন সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান। অন্যথ্যায় বৃহওর আন্দোলনের ঘোষণা দেয় হবে।