- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৫
গাইবান্ধায় শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় গাইবান্ধা জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।
এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার ২০টি শিক্ষা-প্রতিষ্ঠানের ৭০ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করছেন। টুর্নামেন্টের দুই ক্যাটাগরিতে একক বালক ও দ্বৈত বালক এবং একক বালিকা ও দ্বৈত বালিকাদের খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।