• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৪

গাইবান্ধায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক ►

অলিম্পিক এসোসিয়েশন বিওএ’র তত্ত্বাবধানে ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্ত:উপজেলা শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ ২০২৩ (অনুর্দ্ধ-১৭) বৃহস্পতিবার থেকে স্থানীয় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। গেমস্ এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. অলিউর রহমান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, রাগিব হাসান চৌধুরী হাবুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সংস্থার কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, মাসুদুল হক মাসুদ, রকিবুল ইসলাম রিটন প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামসহ সাত উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে ফুটবল, ব্যাড মিন্টন, দাবা ও টেবিল টেনিস।