- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৬
গাইবান্ধায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ►
শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের তত্ত্বাবধানে ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ রোববার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, গোলাম মারুফ মনা, ওয়াহিদ মুরাদ লিমন, মাসুদুর রহমান মাসুদ, রেজাউন্নবী রাজু, রকিবুল হক রিটন, বেনজির আহমেদ প্রমুখ। প্রতিযোগিতা উদ্বোধনের সময় সাত উপজেলার নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সাতটি উপজেলার ৩২টি ইভেন্টের শতাধিক খেলোয়াড় অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।