• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫২

গাইবান্ধায় রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময়



নিজস্ব প্রতিবেদক ►

রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানের সাথে গাইবান্ধার বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও কর্মী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুবুল আলম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারন স¤পাদক আবেদুর রহমান স্বপন, সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহরিয়া খান বিপ্লব, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, অধ্যাপক মাজহার-উল মান্নান, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, সাংবাদিক এবিএম ছাত্তার প্রমুখ। 

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গাইবান্ধা জেলাকে কিভাবে এগিয়ে নেয়া যায় সেই বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তির মতামত নেয়া হয়। এই মতামতের ভিত্তিতে আগামীতে গাইবান্ধা জেলার উন্নয়নে বেশ কিছু সুপারিশ ওঠে আসে।