- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-৮-২০২৪, সময়ঃ রাত ০৭:২০
গাইবান্ধায় যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক►
‘তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার’ স্লোগানে গাইবান্ধায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ (শুক্রবার, ৩০ আগস্ট) বিকেলে গাইবান্ধা পৌরপার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক সড়ক ঘুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। পরে সেখানেই সমাবেশ করে তারা।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মিশু পারভেজ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবিদ হাসান ও সিনিয়র সদস্য ডা. আলতাফ হোসেন। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান ছিলো- তিন পেরিয়ে চার, মুক্ত করবো স্বৈরাচার; আলহামদুলিল্লাহ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আগে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। আমরা যে অঙ্গিকার করেছিলাম তা রেখেছি। ভবিষ্যতেও আমরা দেশের জনতার পাশে থাকব; প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের দিনে এই আমদের অঙ্গীকার।