- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫০
গাইবান্ধায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, ৪ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় যাত্রী সেজে চালকের গলায় ছুরি ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) রাতে উপজেলার গোপালপুর বাজার থেকে ওই চার যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি এবং ছিনতাই হওয়া ওই অটোরিকশা জব্দ করা হয়। আজ শনিবার (৭ অক্টোবর) পুলিশ সুপার কামাল হোসেন (এসপি) তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার কায়সার মিয়ার ছেলে কল্লোব মিয়া (২০) , মধ্য ধানঘড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবির মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)।
সাংবাদিক সম্মেলনে এসপি জানান, শুক্রবার রাতে (৬ অক্টোবর) গাইবান্ধা শহরের ফকিরপাড়া থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন চার যুবক। পরে অটোরিকশা নিয়ে সদর উপজেলার গোপালপুর বাজারের পশ্চিমে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় গিয়ে চালকের গলায় ছুরি ধরে ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করেন তারা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই অটোরিকশাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দস্যুতার একটি মামলা রুজু করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুন এবং গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।