- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২১
গাইবান্ধায় মূল্যবৃদ্ধির কারণে জমেনি ইফতার বাজার
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় দাম বৃদ্ধির কারণে জমে উঠেনি ইফতার সামগ্রীর বাজার। অন্যান্য বছর রোজায় ইফতার সামগ্রীর দোকানগুলোতে যে পরিমাণ ইফতার বিক্রি হতো এ বছর বিক্রি হচ্ছে তার অর্ধেক।
গাইবান্ধা জেলা শহরের জেলা পরিষদ মোড়, ১নং ট্রাফিক মোড়, দাশ বেকারীর মোড়, শনিমন্দির মোড়, পুরাতন বাজার, ব্রিজ রোড, হকার্স মার্কেট, নতুনবাজারসহ রাস্তার ধারে ইফতার সামগ্রীর দোকানগুলোতে রান্না করা ছোলা, বুন্দিয়া, জিলাপি, পিঁয়াজি, বেগুনী, আলুর চপ, ঝুরি অল্প পরিমাণে বিক্রি হচ্ছে।
এসব পণ্যের অবশ্য সাধারণ খুচরা ক্রেতার চেয়ে পাইকারি ক্রেতার পরিমাণ বেশি। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠানোর জন্য এসব ইফতার সামগ্রী বেশি বিক্রি হয়। দল বেঁধে, দু’চার-পাঁচজন এক সাথে হয়ে এসব ইফতার সামগ্রী কিনতে আসেন ক্রেতারা।
ইফতার কিনতে আসা শাফলা মিল এলাকার রোজিনা আক্তার বলেন, এবার দাম বাড়তি। তারপরও ইফতার করতে ছোলা, বুন্দিয়া, পিঁয়াজি, বেগুনী, ঝুরি অল্প করে কিনলাম।
শনি মন্দির রোডস্থ গোধূলী হোটেলের ইফতার বিক্রেতারা বলছেন, ইফতার উপকরণের দাম বেশি হওয়ার কারণে এবার বেচাকেনা কম। গত বছরের তুলনায় এবার বিক্রি একেবারে কম। ইফতারের আগ মুর্হুতে একটু বেশি বিক্রি হয়।