• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৫-২০২৩, সময়ঃ দুপুর ০১:৪৪

গাইবান্ধায় মহান মে দিবস পালিত



নিজস্ব প্রতিবেদক ►

শ্রমিক ঐক্য গড়ে তুলি, স্মাট বাংলাদেশ গড়ে তুলি-এই প্রতিপাদ্যে আজ সোমবার গাইবান্ধা বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসন ও শ্রম কল্যান কেন্দ্র আয়োজনে সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে বর্ন্যাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে ।

বিভিন্ন সংগঠনের বর্নাঢ্য রালী শহর প্রদক্ষিন শেষে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনাায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

পরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুুলিশ সুপার মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, পৌর প্যানেল মেয়র শহীদ আহমেদসহ অন্যরা। কর্মসুচীতে গাইবান্ধা অংশগ্রহণ করেন জেলা অটোরিক্সা, অটোটেম্পু, ট্যাক্সি, মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠন।