- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-১১-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৩
গাইবান্ধায় মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক►
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় স্মরণসভা হয়েছে।
গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ (বুধবার, ২৭ নভেম্বর) ১নং রেলগেটে এ সভা অনুষ্ঠিত হয়।
আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে এতে আলোচনা করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু, বাসদ গাইবান্ধা জেলার আহবায়ক কমরেড গোলাম রব্বানী, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, কৃষক-শ্রমিক- জনতালীগের জেলা সভাপতি এডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, কামরুল ইসলাম, সবুজ মিয়া, পরিতোষ কুমার বর্ম্মন, জুয়েল মিয়া।
আলোচকগন বলেন, মওলানা ভাসানী ছিলেন কৃষক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। তিনি বৃটিশ-পাকিস্তান-বাংলাদেশ সকল সময়েই শাসকদের নিপীড়ন-নির্যাতন ও শোষন-লুটপাটের বিরুদ্ধে তিব্র প্রতিরোধ যোদ্ধা ছিলেন। ৯৬ বছর বয়সে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি ভারত কর্তৃক পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে লংমার্চ করেছিলেন।
বক্তারা আরও বলেন, গত ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদী শাসক হাসিনা সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যাবস্থা উৎখাত হয়নি। শ্রমিকরা তাদের অধিকার পায়নি, ব্যাবসায়িক সিন্ডিকেট ভাঙেনি, কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পায়না, ক্ষেতমজুরদের কাজ নেই। বৈষম্য দূর করার আকাঙ্খা নিয়ে আন্দোলন হলেও বর্তমান সরকার বৈষম্য দূর করার নুন্যতম কোন উদ্যোগ নেয়নি। নেতৃবৃন্দ বলেন, সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে মওলানা ভাসানীর জীবন থেকে শিক্ষা নিয়ে বাম-প্রগতিশীলদের নেতৃত্বে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে।