- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-১-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৪৪
গাইবান্ধায় ভোটগ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের
নিজস্ব প্রতিবেদক►
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনার কাজ। ফলাফলের অপেক্ষায় ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন প্রার্থী ও ভোটাররা।
এর আগে আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময় অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। এ জেলায় ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গাইবান্ধা জেলার ৫টি সংসদীয় আসন থেকে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে পাঁচজন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনে ১১ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে তিনজন ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের তিনদিন আগে গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
এদিকে নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে তৎপর রয়েছেন। প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, গাইবান্ধার পাঁচটি আসনে ৬৪৬ কেন্দ্রে ৪ হাজার ৪২৫টি ভোটকক্ষে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেছেন।
গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ ও ব্যবস্থা নিতে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সম্মানিত নাগরিকদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম কাজ করছে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।