- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৭
গাইবান্ধায় ভাওয়াইয়া উৎসব
নিজস্ব প্রতিবেদক ►
‘তিন দশকের স্বপ্নযাত্রা’ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা তথা বাংলাদেশের একমাত্র নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান মোহনার ১৫০তম আসর উপলক্ষে গত শুক্রবার রাতে ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা ছাড়াও কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পীরা অংশ নেন।
উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহুরুল কাইয়ুম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, মোহনার পরিচালক শাহ মশিউর রহমান প্রমুখ।
শিরিন আকতারের সঞ্চালনায় ভাওয়াইয়া গানে অংশ নেন নাজমুল হুদা, পঞ্চানন রায়, সুরভী রায়, ফেরদৌসি বেগম, আফছার আলী, রোকসানা আকতার রীতা। কি-বোর্ড ও অক্টপ্যাডে ছিলেন এসএম স্বাধীন ও মানিক বর্মন। বাঁশি ও বাংলা ঢোলে কুড়িগ্রামের জীবন রায় ও কাজল রায় এবং দোতরায়- রফিকুল ইসলাম শ্রোতাদের মুগ্ধ করেন।