- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:০৪
গাইবান্ধায় বড়দিন পালনে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক ►
শুভ বড়দিন উদযাপন উপলক্ষে শনিবার বিশেষ আইন শৃঙ্খলা কমিটির এক সভা গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে খৃষ্টান পল্লীগুলোতে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, বাইবেল পাঠ ও বিশেষ প্রার্থনা।
এ উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহিদ হাসান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন, পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, মেডিকেল অফিসার ডা: একেএম আফরোজা জাহান, আনসার ও ভিডিপি জেলা কমান্ডড্যান্ট মো. রেজাউল ইসলাম, র্যাব প্রতিনিধি পুলিশ পরিমদর্শক মো. আনিসুজ্জামান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্যসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, শুভ বড়দিন আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। ধর্ম যার যার উৎসব সবার। সকলে মিলে এই উৎসব পালন করা হবে। এবারে জেলায় ৫৫টি চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।