- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৯
গাইবান্ধায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক►
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউণ্ডেশন ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) এ দিবসটি পালন করা হয়।
‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ স্লোগানে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইব্রাহিম হোসেন, জেলা তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. কবির উদ্দীন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, অধ্যক্ষ মাজহার-উল মান্নান, সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি জহুরুল কাইয়ুম, এসকেএস ফাউণ্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম, শিক্ষার্থী মেহেদী হাসান এবং জান্নাতুল ফেরদৌস জেমি প্রমুখ। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-৯-২০২৪, সময়ঃ রাত ০৭:২৪
গাইবান্ধায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক►
‘পর্যটন শান্তির সোপান’ স্লোগানে গাইবান্ধায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ (শুক্রবার, ২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে এসকেএস ইন রিসোর্টে র্যালি করা করা হয়। পরে রিসোর্টটির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে এসকেএস ইন রিসোর্টের জেনারেল ম্যানেজার (জিএম) স্যামুয়েল হিলারীসহ রিসোর্টটির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও রিসোর্টটির অন্যান্য স্টাফরা এতে অংশগ্রহণ করেন।
বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সালের ২৭ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিজম’ ঘোষিত এ দিবসটি সব সদস্য দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।