• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৪৮

গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত



নিজস্ব প্রতিবেদক ►

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পালন উপলক্ষে আজ সোমবার জেলা প্রশাসন ও বন বিভাগে উদ্যোগে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্লাস্টিক দুষণে সমাধানে সামিল হই সকলেই ’।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহামুল হক শাহজাদা, গাইবান্ধা জেলা সামাজিক বনায়ন কর্মসূচির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রুহুল আমিন শরিফ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, এসকেএস ফাউ-েশনের মো. আশরাফুল ইসলাম, গণ উন্নয়নের প্রতিনিধি আফতাব হোসেন, ইউনুস আলী, সনাকের প্রতিনিধি জিয়াউল হক কামালসহ স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ।