• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-১-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৬

গাইবান্ধায় ফুটবল টুর্নামেন্ট আন্ত:উপজেলা ফাইনাল খেলা



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট আন্ত:উপজেলা ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা আসাদ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজাহার ইউপি চেয়ারম্যান আজাহার আলী, অধ্যাপক ফিরোজ খান নুন, কাটাবাড়ি ইউপি চেয়ারম্যান জুলফিকার মাহমুদ গোলাপ, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, মো. জাকারিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় আসাদ স্পোটিং ক্লাব ২-১ গোলে বাগদা স্পোটিং ক্লাবকে পরাজিত করে আসাদ স্পোটিং ক্লাবকে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান।