• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১১

গাইবান্ধায় প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তÍনিষ্ঠ সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার (২৭ ডিসেম্বর) গাইবান্ধা সার্কিট হাউজ কনফারন্সে রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। 

অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) রিসোর্স পার্সন শ্যামল চন্দ্র কর্মকার, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ইব্রাহিম হোসেন ও জেলা তথ্য অফিসার হৃদয় মাহমুদ চয়ন প্রমুখ। 

কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার ৪৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।